লিনেন কাপড়ের উপকারিতা
লিনেনের পোশাক তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এ কাপড়ের পোশাক পরিধান করলে আপনার খুব বেশি গরম অনুভূত হবে না।
এ ধরনের পোশাক শরীরের আর্দ্রতাকেও নিয়ন্ত্রণে রাখতে পারে। ফলে এই ধরনের পোশাকে শরীর থেকে ঘাম সহজেই বেরিয়ে যেতে পারে।
শরীর ঠাণ্ডা রাখার পাশাপাশি লিনেন তাপ পরিবহন করতে পারে। ফলে শরীরে গরম না জমে তা কাপড়ের মাধ্যমে বাইরে বেড়িয়ে যায়।
তাপ প্রতিফলন ক্ষমতাকে কাজে লাগিয়ে এটি শরীরে তাপ প্রবেশে বাধা দেয়। এর ফলে অনেকটা তাপ শরীরের ভেতরে ঢুকতেই পারে না ।
লিনেন কাপড় সুতি বা সিল্ক থেকে কমপক্ষে ৩/৪ ডিগ্রি কম তাপমাত্রা রাখতে সাহায্য করে। এ ছাড়াও এ ধরনের পোশাকে সহজেই বাতাস প্রবেশ করতে পারে।
No review given yet!